lutful hasan's profile

Content Writing ACC

পহেলা বৈশাখ
"প্রসন্ন নবীন
বৈশাখের ঝলোমলো দিন।
পুরাতন গত হোক! 
যবনিকা করি উন্মোচন
তুমি এসো হে নবীন!
হে বৈশাখ! নববর্ষ!
এসো হে নতুন।”
           -সুফিয়া কামাল
নতুন সূর্য, নতুন প্রাণ।নতুন ঊষা, নতুন আলো। পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।নতুন বর্ষে আরও সমৃদ্ধ হোক বাংলাদেশ।

আজ বৈশাখের পহেলা দিনে  এআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের শুভকামনা ও শুভেচ্ছা।
"স্বাধীনতা দিবস ক্যাপশন

দাম দিয়ে কিনেছি স্বাধীনতা
কারোর দানে পাওয়া নয়।
দাম দিছি প্রাণ লক্ষ-কোটি
জানা আছে জগতময়।"
-আব্দুল লতিফ

হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি ১৯৭১ সালের ২৬ মার্চ কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে।২৬ মার্চ বাঙালী জাতির আত্মশক্তি ও আত্মমর্যাদার প্রতীক।স্বাধীনতার প্রেরণায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দৃঢ়প্রত্যয় হোক প্রতিটি বাঙালীর প্রাণে।

স্বাধীনতার চেতনাকে সামনে রেখে এআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।
Caption for জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী

"হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হে ক্ষণজন্মা নেতা,
তোমার জন্যই পেয়েছি মোরা প্রাণের স্বাধীনতা"।

আজ ১৭ই মার্চ, অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির মুক্তির কান্ডারী, স্বাধীনতা আন্দোলনের প্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শিশুদের দেশের সবচেয়ে বড় সম্পদ বলছেন। শিশুদের প্রতি তাঁর ভালোবাসাকে সম্মান জানাতেই, জাতির পিতার জন্মদিন ১৭ মার্চ, জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়।
এআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে জাতির পিতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও শিশু দিবসে বিশ্বের সকল শিশুর জন্য নিরাপদ ও সুন্দর আবাসস্থলের প্রত্যাশা।
Report for AIUB Computer Club Orientation Spring 24

https://aiubcc.org/orientation-ceremony-of-recruitment-spring-23-24/
Promo Video Script of "CS FEST 2K24"

1. AIUB Computer Club is returns!
2. With the biggest fest In AIUB
3. Light Up Your Enthusiasm
4. With
         4.1 Robo Soccer
         4.2 Networking {note: events name with date in video}
        4.3 Logo Design Contest
        4.4.Programming Competition
        4.5 ICT Olympiad
        4.6 Photography Contest
        4.7.others event

5. Unleash Your
6. Creativity ,
Passion
7. CS Carnival(with logo)
8. Register Now
And
Challenge yourself.
9. CS carnival logo ,ACC logo
Birthday Caption of Mohammad Seaf Ullah Miah Sir

Happy Birthday to Mohammad Seaf Ullah Miah Sir, the esteemed Founder member and Former President of the AIUB Computer Club (ACC), the former Assistant Professor at AIUB!
Your dedication, leadership, and support have been instrumental in shaping the ACC into what it is today. On this special day, we celebrate your invaluable contributions and express our deepest gratitude for your unwavering commitment to our community.


As you embark on another year of life, may you continue to inspire, motivate, and uplift those around you. Wishing you good health, prosperity, and happiness today and always.
Caption for International Mother Language Day

"মোদের গরব, মোদের আশা,
আ-মরি বাংলা ভাষা!
তোমার কোলে,
তোমার বোলে,
কতই শান্তি ভালোবাসা!"
-অতুলপ্রসাদ সেন

আজ অমর একুশে ফেব্রুয়ারি, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। সারাবিশ্বের সকল বাংলাভাষী মানুষদের জন্য গৌরবোজ্জ্বল দিন। বাংলা মায়ের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে এনে দিয়েছে মাতৃভাষার সম্মান।শহীদদের সম্মানার্থে ও সকল মাতৃভাষাকে সম্মান জানাতেই ২১শে ফেব্রুয়ারী সারাবিশ্বে পালন করা হয় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।

আজ মহান একুশে ফেব্রুয়ারী,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এআইইউবি কম্পিউটার ক্লাব সকল ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।
Caption for পবিত্র লাইলাতুল বরাত

আজ ১৫ই শাবান ১৪৪৫ হিজরি, পবিত্র লাইলাতুল বরাত। মহিমান্বিত এই রজনীতে আল্লাহ মানবজাতির জন্য তাঁর অসীম রহমতের দরজা খুলে দেন।
সমগ্র মুসলিম জাতির জন্য শবে-বরাত আত্ম-উপলোব্ধি ও আত্ম-পরিশোধনের একটি সুযোগ। পবিত্র এই রাতে মহান আল্লাহ্ তা’আলা আমাদের সবাইকে তাঁর ক্ষমা ও অনুগ্রহ লাভের তৌফিক দান করুক।
এআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র শবে বরাতের প্রীতি ও শুভেচ্ছা।
Caption for সরস্বতী পূজা

"বিদ্যাদেবী সরস্বতী
বিদ্যা দাও, দাও সংস্কৃতি,
মন ভরে দিও আলো,
বসন্তের দীপ জ্বালো।"

দেবী সরস্বতী আশা, সুখ, শান্তি এবং বিদ্যার দেবী।
বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আগমন। বিদ্যা দেবীর আশীর্বাদে দূর হোক অজ্ঞানতা, ছড়িয়ে যাক জ্ঞানের আলো। বাগদেবীর পবিত্র তিথিতে সবার জীবন জ্ঞান ও বিদ্যায় পূর্ণ হোক।

এইআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা।
Caption for AIUB Computer Club recruitment booth 

Seeking enthusiastic members, AIUB Computer Club is returning with the recruitment process for spring 2023-2024.

Stop by our booth to discover how you can be part of an amazing community. The booth aims to generate interest, answer quries,present a comprehensive image of our club activities, and assist AIUBians who are willing to join the AIUB Computer Club.
Come and explore our booth on campus, open daily until Thursday, February 15. Our volunteers are always there to assist you with any inquiries.

Don’t miss this amazing opportunity to join us.

Location: D building, Ground floor
Time: 9.00 AM - 5.00 PM
Caption for Firefox@AIUB 

Greetings, tech enthusiasts,
It is with great pleasure that we extend a warm welcome to each of you to our community wing,Firefox@AIUB.
Firefox@AIUB works to spread the philosophy of Open Web and Open Source among students who are the leaders of the future.Firefox@AIUB regularly offers a variety of national and international seminars and workshops for students in an effort to contribute to the future of the internet and technology.
Join the AIUB Computer Club and embark on a journey of exploration with the Firefox@AIUB community. Discover the exciting world of open-source networks and unlock your potential to innovate!
Birthday Caption for Dr. Hasanul A. Hasan Sir


On this special day,AIUB computer club extends its heartfelt wishes to  Dr. Hasanul A. Hasan Sir, Founder Member, Board of Trustees of American International University-Bangladesh.

Sir,your visionary leadership and exceptional wisdom has paved the way for countless achievements and milestones for AIUB. Your vision has inspired us to reach new heights and your guidance has shaped us into the leaders of tomorrow.

Wishing you a remarkable birthday filled with joy and laughter, Sir!
Caption for বসন্ত

বসন্ত আজ আসলো ধরায়,
ফুল ফুটেছে বনে বনে,
শীতের হাওয়া পালিয়ে বেড়ায়
ফাল্গুনী মোর মন বনে।’

--কাজী নজরুল ইসলাম

কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরাপাতার শুকনো নূপুরের নিক্কণে বাসন্তী রঙে ছেয়ে যাক প্রতিটি প্রাণ।আগুন রাঙা এই ফাগুনে দৃঢ়তর হোক মৈত্রীর বন্ধন,পারস্পারিক বিশ্বাস।

বসন্তের প্রথম দিনে,এআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই পহেলা ফাল্গুন ১৪৩০ ও ভালোবাসা দিবসের প্রীতি ও শুভেচ্ছা।
Caption for Victory Day

“দিকে দিকে শুনি জয়ধ্বনি বাংলাদেশের নামে,
এই স্বাধীনতা কেনা রক্তের দামে;
অশ্রুভেজা ডিসেম্বর বিজয়ের মাস,
বিশ্বজুড়ে বাঙালির সেই গর্বের ইতিহাস।“
--মহাদেব সাহা
১৬ই ডিসেম্বর,মহান বিজয় দিবস। আজ বাঙ্গালির মুক্তির দিন,গৌরবের দিন।শত প্রতিকূলতা পেরিয়ে বিশ্ব অবাক চোখে দেখেছিলো বাঙ্গালি জাতির রূপকথাময় জন্ম। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে লাল-সবুজের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার শপথ হোক প্রতিটি প্রাণে। মহান বিজয় দিবসের গৌরবোজ্জ্বল মূহুর্তে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা,বীরঙ্গনা ও সম্ভ্রমহারা মা-বোন,যাদের অদম্য সাহসিকতা আর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের জন্ম।
এআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা
Report on "Intro to Git: Unfold the secrets of Git” workshop 
https://aiubcc.org/workshop-on-intro-to-git-unfold-the-secrets-of-git/
Caption for শহীদ বুদ্ধিজীবী দিবস
"খুন করেছে
বুদ্ধিজীবীর দেহ;
তাঁদের আত্মা
আছে অমর লোকে,
মুহ্যমান যে শোকে!"
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর রাত, নিশ্চিত পরাজয় জেনেও পাকিস্থানী বাহিনী ও তাদের দোসর জাতির শিরদাঁড়া ভাঙ্গতে রচনা করে এক বর্বরোচিত ইতিহাস। হত্যা করে জাতির সূর্যসন্তানদের।
আজ ১৪ই ডিসেম্বর ,শহীদ বুদ্ধিজীবী দিবস, এই বেদনাবিধুর দিনে এআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
Report on 
AIUB Job Fair 2023 under LEDP (Learning & Earning Development Project), ICT Ministry

https://aiubcc.org/aiub-job-fair-2023-under-ledp-learning-earning-development-project-ict-ministry/
Caption for দীপাবলি

"দীপাবলির দীপের আলোয়
আধার কেটে আলো আসুক"
দীপাবলির এই পূর্ণলগ্নে চারদিকে ছড়িয়ে পড়ুক শান্তি ,উন্নতি ,সৌভাগ্য ও সীমাহীন আনন্দ। প্রার্থনা করি দীপাবলির আলোয় আপনার জীবন হোক উজ্জ্বল ,আপনার হৃদয় ভরে যাক প্রেম এবং সুখের উৎসবে।
এআইইউবি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Caption for Bijoya Doshomi 

“মেঘ বিচ্ছেদে নীল আকাশ,
শাঁয়ে উঠুক সূর্যের রঙ।
বিজয়া দশমীর আনন্দে,
সবার হৃদয় হস্তে হস্ত।“
ঢাকের কাঠি মিষ্টি রেশ, পুজো এবার হল শেষ।‌ এবার ফিরে যাওয়ার পালা। নতুন উদ্যমে, নতুন করে,দেখা হবে নতুন বছরে।
এ আই ইউ বি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন।
Caption for Durga Puja 

“নরম ঘাসে ভোরের শিশিরাঘাতে ,
মেঘেদের ঐ ভেলা ভেসে যাওয়া প্রাতে ;
আকাশ বাতাস হয় যেন সুরভিত ,
মধুর হাসির মা আবার আসছেন তো !”
সকলের জীবন ভরে উঠুক শান্তি, প্রেম ও আনন্দের সুখে। শারদীয়ার শুভ লগ্নে, মুছে যাক সকল অন্ধকার, আলোয় ঝলমলে হয়ে উঠুক জীবনের প্রতিটি পর্ব।
এ আই ইউ বি কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
“ শুভ শারদীয়া “
Content Writing ACC
Published:

Owner

Content Writing ACC

Published: